দ্বার খোলে দাও
- মৃণাল কানতি দাস - সওদাপাতি ২৭-০৪-২০২৪

জানি তোমার নিষেধ আছে,
তাই বলে কি,দৃষ্টি মেলে দেখবে না আর,নতুন কিছু ?
জানি তোমার প্রেমিক আছে,
তাই বলে কি,দরজা খোলে নেবে না এই,আলোর পিছু !

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

mrinal
২৩-০৮-২০১৬ ১৮:০৯ মিঃ

এই কবিতা নারী পুরুষের প্রেমের কথা বলছে না।এখানে প্রেমের বিষয়কে উপজীব্য করা হয়েছে মাত্র। কবিতা বলতে চাইছে- জগতের কোন ধারা,কোন প্রথা,কোন প্রাপ্তিই চিরন্তন নয়। কোন বন্ধন,কোন নিয়ন্ত্রন দ্বারাই কেউ বাঁধা থাকবে না। কেননা কে কোন প্রাপ্তির দিকে এগুচ্ছেন তা কেউ জানেন না। কোন পাওয়াকে চুড়ান্ত ধরে নিয়ে মনের স্বপ্ন দরজা বন্দ করে দেওয়া যাবে না কারন, হয়তো যে কারো স্বপ্নেই জগতের পরম আরাধ্য কোন সৃষ্টির উদয় ঘটতে পারে।Munna Chowdhury

munna
২৩-০৮-২০১৬ ১৫:৪৫ মিঃ

কবিতায় কবির দৃশ্যটা আধুনিক। চিরায়ত বাঙ্গালি সমাজ কাঠামোর বাহিরে গিয়ে দেখার চেস্টা একজন রমণীকে যে কিনা আরো কারও অধিকারভুক্ত।সতীসাধ্বী প্রেম বলে যেটা আমরা দেখি কথা সাহিত্যে,তাকে মেকি জিনিষ ই মনে হয়।একজনের প্রেমে থাকা অবস্থায় অন্য কারো প্রতি আসক্ত হওয়া,আমাদের কপট সমাজে লাম্পট্য। অথচ বহুগামিতাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। অবদমনের সমাজ স্বাভাবিকতাকে রুদ্ধ করে দিয়ে কৃত্রিম সম্পর্কের একটা খোলস রচনা করেছে,যেটা এখানে মহান হিসাবেই দেখা হয়।সমাজের প্রচলিত প্রথাকে আপনি খুঁচা মারছেন সহজ শব্দের প্রয়োগে।বাঙালি বড় ভংকর। তারা কৃত্রিমতা আর কপটতায় স্বস্তি পায়।।তবে ভাল লাগল কপটতার পরিবর্তে আপনি আপনার মেরুদণ্ডের জানান দিয়েছেন।অব্যাহত থাকুক আপনার কলমের কালি।

suborna
২৩-০৮-২০১৬ ১৫:৩৮ মিঃ

খোঁপার টবে,
গুজবে না আর জুঁই,চামেলি..

কবিতায় বিষ্মিত